
Lekha IT 0,0
শীতকাল সম্পর্কে ১৫ টি বাক্য বলতে এমন কিছু বাক্য বোঝায়, যা বাংলার অন্যতম ঋতু শীতকালকে ঘিরে লেখা। এই বাক্যগুলো শিশুদের শিক্ষাক্ষেত্রে প্রাথমিক রচনাশৈলী গঠনের জন্য ব্যবহৃত হয়। যেমন: ১) শীতকাল বছরের একটি ঋতু। ২) এ সময় প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। ৩) সকালের কুয়াশা চারপাশ ঢেকে রাখে। ৪) মানুষ গরম কাপড় পরিধান করে। ৫) খেজুর রস পাওয়া যায়। ৬) পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। ৭) শিশুরা সকালে ঘুম থেকে উঠতে চায় না। ৮) সূর্য দেরিতে ওঠে। ৯) গরম পানির চাহিদা বেড়ে যায়। ১০) ধান কাটা ও মাড়াই শেষ হয়। ১১) কৃষকেরা খুশিতে থাকে। ১২) অতিথি পাখি আসে। ১৩) ফুলের সৌন্দর্য বাড়ে। ১৪) গরম আগুন পোহানো হয়। ১৫) শীতকাল অনেকের কাছে প্রিয় ঋতু।